Wednesday, October 27, 2010

মেঘনা ব্রিজের দুই পাশে তীব্র যানজট

মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে মেঘনা ব্রিজের দুই পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ বুধবার সকাল থেকে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছে। সড়ক দুর্ঘটনায় একটি ক্যাভার্ড ভ্যান উল্টে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
গজারিয়া হাইওয়ে পুলিশ সার্জন জানান, আজ সকাল সোয়া ছয়টার দিকে মহাসড়কের বালুয়াকান্দিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ক্যাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ক্যাভার্ড ভ্যানটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এরপর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানযটের সৃষ্টি হয়েছে।
দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত, ক্যাভার্ড ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছিল।

No comments:

Post a Comment